মন যাকে ভালোবাসে
পেতে চায় কাছে,
বিধাতা উপরে বসে
মিটি মিটি হাসে।


প্রিয়জন কাছে নেই
আছে বহু দূরে,
মন বড় উচাটন
বাঁশরীর সুরে।


ফুল বনে ফুল ফোটে
কী যে লাগে ভালো!
ছিড়ে তাকে হাতে নিলে
নীভে যায় আলো।


গাছে গাছে পাখি সব
করে নানা রব,
রোড ঘাট দেখা যায়
অতীব নীরব।


ফুল, পাখি, মন আজ
বাধা পড়ে আছে,
অতিমারি সর্বনাশী
কারোনার কাছে।


২৯/০৪/২০২০ ইং।