আমরা সবাই ঘুমের ঘোরে হাজার বছর চুপ,
স্বপ্ন দেখি চাঁদের দেশে আমি প্রধান ভূপ।
লক্ষ-কোটি প্রজা আমার সান্ত্রি দলে দলে,
নজরানা দিচ্ছে হেসে আমার পায়ের তলে।


দিবস-রাতি আমার সামনে হুর পরী সব নাচে,
পরম সুখে জড়িয়ে ধরি খেক-শিয়ালে হাঁচে।
কানন মাঝে কুসুম যেমন হাওয়ায় তালে দোলে,
আমিও তেমনি খুশির বানে উঠছি কেবল টলে।


সুখ ও দুঃখের অনুভূতি আমার মনে নেই,
প্রজার দুঃখে পাইনা ব্যথা নাচি যে ধেই ধেই।
উর্বশীদের নৃত্য রসে ভৃত্য বনে যাই,
আত্মসুখে মগ্ন থেকে আপনাকে হারাই।


এমনি করেই আত্মসুখে চলছে গাঁজার টান,
রাষ্ট্রচিন্তা, প্রজার চিন্তায় দেখাই শুধু ভাণ।
চলতে পারতো অনন্তকাল ঘুমের ঘোরে জোসে,
পুচ্ছে লাথি দেয় যেন কে নিদারুণ এক রোষে!


ধড়ফড়িয়ে উঠি আমি নিদ্রা যায় ওই টুটে,
শাসক রূপী সন্ত্রাসীরা নিচ্ছে সবই লুটে।
বোকার মতো তাকিয়ে থাকি মনের ভেতর ভয়,
নিষ্পেষণের আঘাত যত বুকের ভেতর রয়।


এমনি করেই আমরা সবাই ঘুমের ঘোরে রই,
নিপীড়ন আর নির্যাতনের শিকার সদাই হই।
স্বপ্ন ঘুমে মগ্ন থাকি আত্মঘাতী আমরা,
যাচ্ছি ডুবে অন্ধকারে হারিয়ে চোখের চামড়া।


১৩/০৯/২০২০ ইং