আত্মহত্যা মহাপাপ শুনি সর্ব শাস্ত্র কয়,
দুঃখ-কষ্ট সইতে না পেরে মৃত্যু কাম্য নয়।
ধনী ও গরিব রাজা মহারাজা দুঃখহীন কে বল?
আসুক ঝঞ্ঝা আসুক তুফান যুদ্ধ করেই চল।


জীবন তো নয় পুষ্পশয্যা পদে পদে বরা ভয়,
সাহসের সাথে যুদ্ধ করেই করতে হবে তা জয়।
স্বাধীনতা পেতে ঝরে যে রক্ত ঝরে কত ভালোবাসা,
ব্যর্থ প্রণয়ে জীবন হারালে কোথা থাকে আর আশা?


ব্যথারা আসবে যাতনা হাসবে জীবনের প্রতি কোণে,
মূল্যবান এ জীবন হারালে আছে এর কোন্ মানে?
দেশের জন্য মানুষের তরে করলে জীবন দান,
মরনের পরে স্মরীবে মানুষ ধরনীতে পাবে মান।


দুঃখ কষ্ট যতই আসুক আসে তা ক্ষণিক তরে,
রাতের আঁধার দূর হয়ে যায় সূর্য ওঠার পরে।
জীবনে তেমনি দুঃখের পরে খুশিরা আসবে হেসে,
ঘোর অমানিশা দূর হয়ে যাবে আলোর বানেতে ভেসে।


আত্মহত্যা সমাধান নয় জীবনের পরাজয়,
যুদ্ধ করেই জয় করা যায় সব অপমান ভয়।
জীবনে আসবে ঘাত প্রতিঘাত প্রতি পদে পদে বাঁধা,
জীবনের থেকে পালিয়ে কখনো যায় না জীবন সাধা।


আত্মঘাতীকে সকল মানুষ কাপুরুষ বলে জানে,
বীরের মতই লড়াই করে যে বীর বলে তাকে মানে।
অনুরোধ করি সকলকে তাই কোরনা কেউ এ ভুল,
জীবন হারালে জীবন পাবে না ফুটবেনা আর ফুল।


০৮/০৮/২০২০ ইং


(বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে মনে হয়েছিল আত্মহত্যা নিয়ে কিছু লিখি। তাই এই প্রচেষ্টা।)