সেদিন দেখেছি তোমায় কাঁদতে
ক্ষুৎপীড়িত অনাহারী পথশিশুর জন্য
কিনে দিয়েছিলে ঝাল মুড়ি--
অনাবিল হাসি মাখা হাতখানি পেতে
নিয়েছিল শিশু--
দেখেছি তোমার চোখে
কাঞ্চনজঙ্ঘার রূপালি ঝিলিক--
সেদিন দেখেছি তোমার মমতাময়ী রূপ--


আবার দেখেছি তোমায় যোদ্ধার বেশে
পরিপাটি সজ্জিত, হাতে বন্দুক--
পাহাড়ের মতো অচল-অটল,
সূর্যের মতো তেজোদীপ্ত,
শত্রু নিপাতে তোমার নেই কোন দুঃখ--
জিঞ্জির মুক্ত করতে দুখিনী স্বদেশ
দারুণ স্বদেশপ্রেমী যোদ্ধার বেশ--


অনাবিল হাসি তোমার দেখেছি আমি
প্রেমাস্পদের হাত ধরে হিজলের বনে।
সঘনে ডাকিছে ডাহুক বসে আনমনে,
সুরের লহরী তুলে গেয়েছিলে গান,
সুখের আবেশে পাখি তুলেছিল তান।
ভুলেছিল ফুলদল বিলোতে ঘ্রাণ
তোমার পরশ পেয়ে--


সেই তুমি মায়াবিনী ভাঙো কত মন,
রূপের ছলনা দিয়ে জ্বালাও স্বপন--
একদেহে বিধাতা তোমায় দিছে কত গুণ,
বহুরূপী নারী তুমি ফুটাও ফাগুন।


০৭/০২/২০২১ ইং