হে ভগবান! তোমার নামে ব্যবসা করা সোজা,
সবাই ভাবে আমার মতো নেই কেউ আর সাকি,
যে যাহা দেয় সবই আমি আঁচল ভরে রাখি,
রমা, তমা সকলে দেয় কেউ রাখে না বাকি!


আমার মনে কী আছে তা আমিই শুধু জানি,
সবার সামনে ঝুলাই মুলো মস্তবড়ো দামি,
একটু এদিক-ওদিক হলে হয়তো খানিক ঘামি,
শক্ত করে মুখোশ এঁটে চলি দিবা-যামী!


তোমায় আমি নাই বা মানি কী এসে যায় তাতে!
তোমার নামে ধুনো দিয়ে হাসি রাখি মুখে,
সবাই ভাবে তোমার নামে আমি আছি সুখে,
তাই তো তারা সব দিয়ে দেয় যদিও থাকে দুখে।


মদের আসর জমিয়ে দিয়ে তোমায় ডাকি নিত্য,
সবার মাথায় ভাঙবো কাঁঠাল ব্যবসাটা চাই ভালো,
মনে ভাবি, ভিক্ষার টাকা তোমরা সবাই ঢালো,
তোমরা না হয় ফতুর হবে আমার জ্বলবে আলো।


ধার করা সব বুদ্ধি এনে আমি সিদ্ধিদাতা,
আমার ইচ্ছে পূরণ করতে খাও না তোমরা গাঁজা,
এদিক-ওদিক করলে কিন্তু পাবে কঠিন সাজা,
রাখবে মনে, আমি রাজ্যের বণিক মহারাজা!!


০৫/০২/২০২২ ইং