সম্মুখে দাঁড়াও তুমি,
রবি রশ্মির প্রবল দীপ্তির মতো--
ভেসে যাক বন্ধ্যা সময় আপন গতিতে--
রাজনীতির কিচিরমিচির চলুক, চলছে যেমন--
বেহেড মাতাল চলুক বহতা নদীর মতো সম্মুখ পানে--
ধুলাবালি, বাতাসের সীসা ক্ষণিকের জন্য
অন্ধ করে দিক সবার দীপ্তিমান চোখের আলো--
ভোরের নবীন আলোতে
দুচোখ ভরে দেখি তোমার মোহময়ী রূপ,
দখিনা মলয়ের সজীবতা মাখা এলোকেশী সৌন্দর্য--
ভুলে যদি যেতে চাও যেও; ক্ষতি নেই--
কমল সম কোমল পায়ের আলতা মাখা
ছাপটুকু রেখে যেও আমার আঙিনার তৃণলতায়--
শিশির বিন্দুর উজ্জলতায় অধরের স্মিত
হাসিটুকু রেখে যেও কুসুম কাননে--
রোদেলা দুপুরের নির্জনতা মুছে দেবে
তোমার পরশ পাওয়া ফুলের সুবাস--
স্বপ্নে পাওয়া তোমার পেলব পরশ ভুলিয়ে দেবে
না পাওয়ার বেদনা, হা-হুতাশ,
গোধূলির রক্তরঞ্জিত সূর্যাস্তের মায়াময় রূপের মতো--


নুয়ে পড়া লতা নয়; দাঁড়িয়ে থাকবো আমি
সটান দাঁড়িয়ে থাকা দেবদারুর মতো,
তোমার চলে যাওয়ার ঝোড়ো বাতাস উপেক্ষা করে
আমার আঙিনায়--


ফিরে আসার বর্ণিল প্রত্যাশায়--


অনন্ত কাল--


১২/০৩/২০২১ ইং