ছোট্ট মনা, ঘুমের কণা একটু রাখো বায়ে,
দেখো, রবি মামা দিচ্ছে হামা তোমার নাঙা পায়ে।
বলছে ডেকে- ও সোনা চাঁদ, ঘুমাবে আর কত?
আমি জাগি তোমার পায়ে করতে মাথা নত!
জেগে দেখো ফুলের বনে প্রজাপতির মেলা,
উড়ে উড়ে মধু লুটে খেলে দারুণ খেলা।
তুমি যদি ওদের সাথে খেলো হেসে হেসে,
খুশি হয়ে তোমায় আমি যাবো ভালোবেসে।
অলস যারা ঘুমের থেকে ওঠে দেরি ক'রে,
পাখির কিচিরমিচির তারা শুনতে কি পায় ভোরে?
পাখি-প্রজাপতির সাথে খেলতে চায় গো যারা,
ভোরে উঠে খেলার পরে পড়বে পুস্তক তারা।
তারাই হবে জ্ঞানী-গুণী দেশের সম্পদ দামি,
বাসবে ভালো সব্বাই তাদের খুশি হবো আমি।


০৪/০৮/২০২৩ ইং


শিশুতোষ ছড়া