দুধের মাছি যতো ছিল
উড়ে গেছে ওই দূরে,
গুনগুনিয়ে গায় না গান আর
মিষ্টি মধুর দিল সুরে!


সরষে খেতের নীলাঞ্জনে
পেয়ে ভীষণ মধুর স্বাদ,
মধু লোভী মক্ষিকারা
দিচ্ছে এখন অপবাদ!


নাকি সুরে মনের কথা
কয় না কাছে খুব ঘেষে,
সুখের ফাগুন মেখে ওরা
চলছে এখন মেঘ ভেসে।


বোলতা হুলে এখন আমার
শিক্ষা হ'ল বাস্তব জ্ঞান,
যাক দূরে সব দুধের মাছি
আমি এখন ওদের ফ্যান।


২৪/০৪/২০২৩ ইং