তুমি যদি সুস্থ থাকতে আমি কি আর করতাম কাজ,
কাঠবিড়ালী লম্ফ দিয়ে সাজতাম আমি মহারাজ!
ঘুরতাম আমি ডালে ডালে
লাগতো হাওয়া সুখের পালে,
চুপটি করে চেয়ে চেয়ে দেখতাম তোমার নব সাজ।


বোশেখের এই প্রথম দিনে
পাতার বাঁশি নিতাম কিনে,
সানাই সুরে ফুৎকারে তার ঝালাপালা করতাম কান।
ঘাপটি মারা অসুখ স'রে ফুটতো মুখে পুষ্পোদ্যান।


তার চেয়ে এই বেশ তো আছি,
তুমি আমি কাছাকাছি।
পুড়ে মরুক বোশেখ বাইরে তোমার আমার কিসের দায়?
তপ্ত দাহে পোড়ার চেয়ে ঘরেই থাকি, কে আর পায়!!


১৬/০৪/২০২৩ ইং