ভোরের আকাশে হাসে পূর্ণিমার চাঁদ,
কাছে গেলে দূরে যায় কী দারুণ ফাঁদ!
রূপসী রমনী যেন বিজলি নয়নে
সুগন্ধি টগর হাসি হেসে ক্ষণে ক্ষণে
লবঙ্গ লতার মতো হেলে-দুলে যায়
হৃদয় তন্ত্রীতে সুরে বাঁশরী বাজায়।
তুমিও এ হৃদে ছিলে পূর্ণ শশধর,
অন্তরে বিঁধিয়ে দিলে বিষ মাখা শর।
এখন তোমার বিষে জ্বলন্ত অঙ্গার
দিবা-নিশি দগ্ধ করে হৃদয় সম্ভার।
দিগন্ত বিস্তৃত মায়া, ছলনার জাল
বিছিয়ে পোড়ালে তুমি সুখের সকাল।
রূপের আগুনে পোড়া ভষ্ম মেখে গায়,
এখন মাশুল গুনি জীবন খাতায়।


১০/১২/২০২২ ইং