দুর্নীতির কারবারী দানবের দল
চেটেপুটে সব খেয়ে সুখের কম্বল
গায়ে দিয়ে বসে ছিল। ছিল না তো তাড়া,
বিচারের মুষ্টাঘাতে আজ সর্বহারা!
বিত্তের পাহাড় আছে, তবু আছে জেলে,
পাগলের মতো মাঝে মাঝে এলেবেলে
কথা ব'লে মনে মনে সুখ পেতে চায়।
স্বার্থের স্বজন দূরে- বড়ো অসহায়!


চৌর্যবৃত্তি ও দুর্নীতি বড়ো অপরাধ,
বুঝেনি তো গণ্ডমূর্খ! মিটিয়েছে স্বাদ।
রয়েছে ইঁদুর দৌড়ে আরো পঙ্গপাল,
লোভের অনল দাহে পোড়ায় সকাল।
গঙ্গোপাধ্যায়ের মতো সব বিচারক
দুর্নীতি নির্মূলে হোক ধারক-বাহক।


১৪/০১/২০২৩ ইং