বর্ণ বিদ্বেষের মহান নেতা, ম্যান্ডেলা, কান পেতে শুনো,
আমেরিকায় ছড়ায় বর্ণবিদ্বেষ শ্বেতাঙ্গ এক বুনো।
মৃত্যুর আগে বলেছিল ফ্লয়েড, শ্বাস বহেনা আমার,
তবুও দয়া হয়নি তাহার, কত বড় এক চামার!
সাম্যের ধ্বজা উড়ায় আমেরিকা এখানে-সেখানে কত,
সেই আমেরিকায় বর্ণ বৈষম্য ঘটে চলে অবিরত।
সারা বিশ্বের বিভেদকামীতায় সোচ্চার ওরা তো খুব,
সেই দেশের বর্ণবিদ্বেষে সারা বিশ্ব কেন এত চুপ?
কোন কোন ধর্মের কারো বিরুদ্ধে হয়ে গেলে ভুল-ভাল,
এ দেশের সব মহান নেতারা চটে হয়ে যায় লাল।
সে সব নেতারা চুপ কেন এখন? ফোটে না কেন স্বর?
কারো কারো জন্যে বুক ফাটে তাদের, অন্যেরা তবে পর?
সাম্য যদি কাম্য তোমাদের, তবে সাম্যের গান গাও,
ধর্ম- বর্ণের বিভেদ না রেখে, ভালোবেসে হাত বাড়াও।
ধর্ম-বর্ণের বিভেদকমিতা, এ ভীষণ ছোঁয়াচে রোগ,
করোনা ভাইরাসে বিশ্ব প্রকৃতি মানবে দিয়েছ শোক।
সময় হয়েছে অবোধ মানুষ, ছাড়ো বিভেদের গান,
করোনার বিরুদ্ধে লড়তে হবে, হও সবে আগুয়ান।
প্রকৃতি আমাদের শেখাতে চায়, না করতে ভেদাভেদ,
মানুষে মানুষে ভেদাভেদ শুধু বাড়াবে মনের খেদ।
ধরনী পরে আছে যত মানুষ, সব বিধাতার সৃষ্টি,
ছোট, বড়, কালো কিংবা সাদা সবই তো সৃষ্টির কৃষ্টি।
সাদা হও আর কালো হও, তাতে নেই কারো কোন হাত,
প্রকৃতির বিরুদ্ধে লড়তে হলে দিতে হবে সব বাদ।
বর্ণ বিদ্বেষের লেলিহান শিখায় প্রকৃতি হবে রুষ্ট,
বিদ্বেষ ভুলে ভালোবাসা দাও হবেন ভগবান তুষ্ট।

০৪/০৬/২০২০ ইং