তুমি আমি আর ওপাড়ার বিশু
নেই কোন ভেদাভেদ
সবার রক্ত লাল
রাম-রহিমের অভিন্ন লোহু, নেই কোনো গোলমাল
এক আকাশের নিচে করি বসবাস
চন্দ্র-সূর্য সবার জন্য দিচ্ছে সমান আলো
মনের মধ্যে কেন তবে এতো কালো?
এক স্রষ্টার সৃষ্টি সবাই, সবার লাগে যে ক্ষুদা
এক সূর্যের উত্তাপ করি ভোগ
চাঁদ-সূর্যের নেই কোন অভিযোগ
ধর্ম নামের বলগা হরিণ যেই এলো দুনিয়ায়
বিস্ময়ে দেখি হায়!
বড়ো হতে চেয়ে আমারে দাও যে বাঁশ
আমি করি হাঁসফাঁস!
সুযোগ পেলেই আমিও মারি যে ল্যাঙ
চেষ্টায় থাকি ভাঙতে তোমার ঠ্যাঙ


সব ধর্মের পুস্তক আছে যতো
টেনেটুনে হবে বয়স হাজার ছয়
তাতেই হচ্ছে ধ্বংস মানুষ, মানবতা পরাজয়
মানুষ এসেছে ধর্মের বহু আগে
কৃপাণ হস্তে ধর্মের অনুরাগে
করতো না কেউ তাড়া
ধর্মের নামে ধর্মোন্মাদ যারা
ধর্মের অসি হাতে নিয়ে থাকে খাড়া


হায়! ধর্ম নামের বিষের পোটলা বিবেক করেছে ক্ষয়
ভুলে গেছি প্রেম বেড়েছে যে রেষারেষি
চোখ মেলে দেখো ধর্ম দহনে নেই কোন ঘেষাঘেষি
আর কতকাল চলবে ধর্ম রণ?
দুর্বল পেয়ে সবল অত্যাচার?
ধর্মের বিষ যতোই করছি পান
ভালোবাসা দ'লে বিদ্বেষ সুখে করে শুধু জয়গান
তুমি মুসলিম মুসলিমে বলো ভাই
তোমার বক্ষে আমার জন্য ভ্রাতৃ সোহাগ নাই
হিন্দুর ধ্বজা ধ'রে
আমরা বলছি ওরে
সনাতন থেকে কুলিন, উদার কোন ধর্মই নাই
অথচ হিন্দু ছাড়া কারো নেই আমার বক্ষে ঠাঁই
এভাবে দ্বন্দ্ব-সংঘাত লাগে প্রতি পদে পদে রোজ
এসো ধর্মের পতাকা ধ্বসিয়ে মানবতা করি খোঁজ
হিন্দু কিংবা মুসলিম নয়; এসো না মানুষ হই
ধর্মের বিষ পদতলে দ'লে ভ্রাতৃ সোহাগে রই
এসো না বাড়াই হাত
এক লহমায় ধর্মের বিষ হয়ে যাক কুপোকাত
হই না সবাই পরস্পরের দুঃখ-সুখের সাথী
বিদ্বেষ বিষ ঝেড়ে ফেলে দিয়ে সুখের সাগরে মাতি


০৪/১১/২০২১ ইং।