বাংলা আমার মাতৃভাষা মায়ের দুধের মত,
পুষ্টি জোগায়, শক্তি জোগায় ভাবায় অবিরত।
এই ভাষাতেই হাসি-কাঁদি, দুঃখ করি দূর,
এই ভাষাতেই পাখনা মেলে ভাটিয়ালি সুর,
এই ভাষাতেই মায়ের বকা, জারি-সারি গান,
তৃপ্তি আনে, শান্তি-সুধায় জুড়ায় মনপ্রাণ।
এই ভাষারই বর্ণমালা অ আ ক খ যত,
শিখে শিখে মন্ত্রী-আমলা, জজ-ব্যারিষ্টার শত।
এই ভাষারই সুধায় সিক্ত আমজনতা সব,
কাজ করে গান গেয়ে গেয়ে করে কলরব।
এমন মধুর মাতৃভাষার রাখতে গিয়ে মান,
রফিক-শফিক-সালাম-বরকত করলো জীবন দান।
জীবন দিয়ে অমর হলেন যারা ভাষার জন্য,
বিনম্রতায় তাদের স্মরে হই যেন গো ধন্য।


২১/০২/২০২৪ ইং