কাগজে-কলমে দেখতে পাই শক্ত গিঁটের ঝাঁ চকচকে সম্প্রীতির অফুরন্ত ছবি
কিন্তু বাস্তবে অস্পষ্ট জলছবি
ভালো করে ঠাহর না করলে চোখে পড়ে না
বেদনার রক্ত আমাশা ঘটিয়ে সম্প্রীতির সবুজ ঘাসের গালিচার উপর দিয়ে হেঁটে যায় একদল হিংস্র ঘাসফড়িং
অনেকগুলো সক্রিয় বিষ পিঁপড়া
অনায়েসে হেঁটে যায় রক্তখেকো বিবস্ত্র হায়না
সম্প্রীতির ভাঙাচোরা তটরেখা সেলাই করার চেষ্টা করে যায় কিছু চেতনা বর্ধক মানুষ
যারা ভালোবাসে পাখির কাকলি
ফুলের সুবাস
শিশুদের অনাবিল হাসি
ভোরের সজীব বাতাস
কিন্তু ঘাসফড়িং, বিষ পিঁপড়া ও হায়নার মাথায় হাত রয়েছে যাদের তারা নির্বিকার
বড় বেশি একরোখা
ভীষণ রকম জেদি
প্রয়োজনে ক্রেন দিয়ে ভেঙে দেবে সম্প্রীতির বন্ধন
নয়তো আরো বেশি বেশি করে চাষ করবে বিষ পিঁপড়া
অগণিত দ্বিপদী হায়না
সম্প্রীতির সবুজ অরণ্যে হাঁটবে অসংখ্য হৃদয় মণ্ডল
আর বিষ পিঁপড়ার কামড়ে কামড়ে হবে রক্তাক্ত
পিঁপড়েরা সদলে হাসবে অট্টহাসি
ভেজা ভেজা রক্তের সিঁড়ি বেয়ে ছুটবে হায়না
ভোরের নবীন সূর্যের মতো লাল অক্ষরে পর্দায় ভেসে উঠবে


"বিপন্ন সম্প্রীতি"


গুমড়ে গুমড়ে কাঁদবে----


১১/০৪/২০২২ ইং