কোথায় ছিল কেউ জানে না অনেক দিনের পর,
পাগলা দাশু এসে বললো, আমি হবো বর।
পাড়ার লোকে উঠলো জেগে,
বিয়ের জন্য ছুটলো বেগে,
কনে এসে দেখে দাশুর নেই তো কোন ঘর।


দাশুর নব পত্নী ছিল ভীষণ রকম দস্যি,
ছুটলো হাতে ঝাঁটা নিয়ে নাকে নিয়ে নস্যি।
যারা দিছে এমন বিয়ে,
মারছে ঝাঁটা তাদের গিয়ে,
রুদ্র মূর্তি ধরে বলছে, করবো সবই ভষ্মী।


ভয় পেয়ে সব পাড়ার লোকে ছুটছে দারুন বেগে,
শাড়ি খানায় কোঁচা মেরে ফুলি ভীষণ রেগে,
বললো, রক্ষা পাবে না কেউ,
আমি ফুলি, নই তো রে ফেউ,
আমার বিয়ে দিছে যারা দেবো তাদের দেগে।


ফুলির রুদ্রমূর্তি দেখে পাড়ার লোকে বসে,
বাঁচার জন্য যৌথভাবে করলো বুদ্ধি কষে,
যদি দাশুর ঘর দেয়া যায়,
বাঁচার তবেই আছে উপায়,
শাস্তি পেল ঘরছাড়া লোক বিয়ে দেয়ার দোষে।


১৭/০৭/২০২১ ইং