মায়ের হাজার দোষ ধরে ছেলে-পুলে
রূপসী গিন্নির নেই কোন অপরাধ।
মৌনমুনি সেজে থাকে, আঁখি নাহি খুলে,
দেখে না সূর্যের মতো ডুবে কার সাধ।
যার আঁচলের নিচে অনিঃশেষ সুধা
এখন সে জননীর পদে পদে দোষ।
অতুল বৈভবে যার মেটে নাকো ক্ষুধা
সেই দয়িতা দেখায় আহর্নিশি রোষ।


পৃথিবীর সব বায়ু হতে পারে শেষ
বন্ধ হয়ে যেতে পারে বাঁচার নিঃশ্বাস।
মায়ের মমতা আর ভালোবাসা লেশ
ফুরায় না যতদিন বয় তার শ্বাস।
এ কালের ছেলেপেলে বৌয়ের গোলাম,
মায়ের স্বপ্ন পোড়ায়, বিলায় দুর্নাম!


১৩/১২/২০২২ ইং