বৃক্ষের চেয়ে পরম বন্ধু পৃথিবীতে কেউ নেই,
তাদের ধ্বংস করতে মানুষ হারিয়ে ফেলে যে খেই।
রোদেলা দুপুরে বৃক্ষের ছায়া দেয় অনাবিল সুখ,
বৃক্ষের ফলে দূর করে দেয় পেটের দারুণ ভুখ।


বৃক্ষের দেয়া শীতল ছায়ায় ঘুমায় মানুষ কত!
ওদের শাখায় নির্ভয়ে থাকে বিহগ-বিহগী শত!
বৃক্ষ নিধন করলে পৃথিবী হবে যে উদম মাঠ,
সাহারার মতো শত শত মরু করবে রাজ্যপাট।


উচ্চাকাঙ্ক্ষী জানোয়ারগুলো অবাধে বৃক্ষ নাশে,
অক্সিজেনের অভাবে মানুষ দুঃখ সাগরে ভাসে।
বৃক্ষ নিধন করার পূর্বে বৃক্ষরোপণ করো,
বাঁচার জন্য অক্সিজেনটা হবেই খানিক জড়ো।


বৃক্ষনিধনে সবুজ পৃথিবী হবে যে ধূসরময়,
ঝড়-জল-বানে, নদী ভাঙ্গনে হবে যে ধরণী ক্ষয়।
বাঁচতে চাইলে সব্বাই মিলে বাঁচাতে হরিৎ ধরা,
বৃক্ষ লাগাই জীবন বাঁচাই বন্ধ করতে জরা।


০৬/০৬/২০২১ ইং