বাড়ছে করোনা, হু হু করে
বাড়ুক না...
তাতে আমার কী....
ভিনগ্রহের প্রাণী আমি,
আছি নিরাপদ দূরত্বে,
কোন ছোঁয়া-ছুয়ির আশঙ্কা নেই।


মায়ের জন্য পাগল যারা,
আত্ম বলিদানের জন্য প্রস্তুত তারা।
সেইসব নিরন্ন, নিরক্ষর, নির্বোধ মানুষগুলো কে
মায়ের চরণে পৌঁছে দেয়ার জন্য
আমি একটু চেষ্টা করেছি মাত্র।
আনন্দে ঘুরবে ওরা,
মন্দিরে মন্দিরে,
হাতে রেখে হাত।
মন্দির প্রাঙ্গণে ওত পেতে থাকবে
সর্বনাশী করোনা,
সাথে কিছু বেহেড মাতাল।
টাকা পেয়েছে তো...
করোনার সাথে খেলবে ওরা
মরণ খেলা...
মরুক না....
তাতে আমার কী....!
মরতে মরতে হাসবে ওরা
মরণ হাসি....
তাতে আমার কী....!
আমি চাই শুধু ক্ষমতা,
চাই প্রভুত্ব....


২০/১০/২০২০ ইং