অনেক ভণ্ড ধর্ম বেচেই ভরছে আপন থলি,
জন্মভূমির জন্য অনেকে দিচ্ছে জীবন বলি।
করোনার কালে কিছু ব্যবসায়ী পেতেছে ব্যবসা ফাঁদ,
যাঁতাকলে পড়ে গরিবের জান হচ্ছে যে বরবাদ।


আপনাকে ভেবে পণ্ডিত কিছু উচ্চ ডিগ্রিধারী,
ধর্মের নামে বদনাম ক'রে শান্তি পাচ্ছে ভারি।
বলি হে বোদ্ধা, ধর্ম কি কোন ভালো কাজে দেয় বাধা?
এমন ভাবেন নির্বোধ কিছু কূপমণ্ডূক, গাধা!


বিদ্যাসাগর ধর্ম ছাড়াই ছিলেন পরোপকারী,
ওটাই ধর্ম, মানবতাবাদী কে আছে সমান তারি?
ধর্মানুরাগী বিবেকানন্দ ধর্মের পথে থেকে,
বিশ্ববাসীকে দেখিয়েছে পথ ধর্মের সুধা মেখে।


শিক্ষার জোরে তোমরা তো রোজ গরিব ঠকাও সুখে,
তারা তোমাদের অন্ন জোগায় দিন-রাত খেটে দুখে।
তাদের মনের খবর তোমরা রেখেছো কখনো বলো?
বিদ্যাগর্বে তোমরা তাদের পদাঘাত ক'রে চলো!


ধর্ম কখনো বাধা নয় জেনো মানুষ হওয়ার পথে,
ধর্ম মেনেও চলা যায় রোজ মানবিকতার রথে।
আত্মগরিমা ভুলে হে মূর্খ করো মানবতা চাষ!
ধর্ম হবে না কোন সমস্যা করা যাবে সুখে বাস।


ভণ্ড, ধর্ম বণিকের সাথে ধর্মানুরাগী মেলে?
সাধুদের সাথে ভেকের তুলনা করেই যাচ্ছ ঠেলে?
নিজেদের ওই কদর্য রূপ দেখানোটা বাদ দাও,
সাম্যের সাথে ঐক্যের গান এবার না হয় গাও।


দেশের জন্য উন্মাদ কিছু স্বদেশ প্রেমিক চাই,
তুলে দেবে তারা ধর্ম বণিক, ভণ্ডের গদিটাই।
ধর্মকে যারা রোজ গালি পাড়ে ভাঙবে তাদের ঘাড়,
আম জনতার হাতে তুলে দেবে দেশ-ধর্মের ভার।


২২/০১/২০২২ ইং