নিঃসঙ্গ গগনে জাগা এক ফালি চাঁদ,
মায়াময় জোছনার বর্ণময় ফাঁদ।
হৈমন্তী শিশির কণা ঘাসের ডগায়,
মুক্তোর হাসিতে ডাকে আয় চাঁদ আয়।
ঝরনা স্রোতের মতো জোছনার ঢল,
তোমার চিকুরে পড়ে হাসে খল খল।
হৃদয় মুকুরে দেখি তোমার হৃদয়,
সরোবরে ফুটে থাকা অরবিন্দময়।


নীলাকাশ ছেয়ে আছে তারায় তারায়,
আমার আকাশ ঢাকা তোমার কায়ায়।
অস্তিত্ব হারিয়ে যেন আমি দিশেহারা,
তোমার আঁখিতে ঝরে দীপ্ত-আলো ধারা।
তিমির বিদারী সূর্য হয়ে থেকো পাশে,
চাঁদের কিরণ জ্বেলো মনের আকাশে।


০১/১২/২০২১ ইং