তোর বুকে ছিল হিংসা আগুন মারলি জ্বালিয়ে শেষে,
তোর আশীবিষে নীল হয়ে আমি ঘুরি পাগলের বেশে।
ভোরের নরম আলোর সোহাগ কুসুম কানন আর,
পারে না তাড়াতে হৃদয়ে জমানো কুজ্ঝটিকার ঝাড়।


সেই কবে কোন চৈত্র দুপুরে আমার এ হাতে তুই,
খাঁ খাঁ রোদ্দুরে পায়ে হেঁটে এসে দিয়েছিলি এক জুঁই।
এখন যে তুই নিদাঘ দুপুর, ওই আকাশের রবি,
জ্বালিয়ে-পুড়িয়ে কোথায় লুকালি হয়ে অমলিন ছবি?


বুঝি ভুল করে আমার গগনে হয়েছিলি সুখ তারা,
তমসার ভিড়ে লুকিয়ে নিজেকে করে গেলি দিশেহারা।
ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলে কী সুখে আছিস বল!?
কোন অপরাধে ঢেলে দিলি বুকে ছলনার হলাহল?


১৭/০১/২০২৪ ইং