দেখতে দেখতে তেইশটি বছর পূর্ণ হ'ল আজ,
জীবনের এই রণাঙ্গনে তোমার কারুকাজ--
আঁধার ঘরে আলো আনে, দুখের ঘরে সুখ,
তোমার মনের বকুল গন্ধে ভরে আমার বুক!


আবির রঙে তোমার ঠোঁটে ফাগুন হাসে রোজ,
অভিমানী ওষ্ঠ করে নীরবতা ভোজ!
বদন জুড়ে মাঝে মাঝে শ্রাবণ মেঘের ভেলা,
কখনো বা চৈতালি রোদ চোখে করে খেলা।


তারই মাঝে তুমি-আমি বাধার সিন্ধু সেচে,
সুখ ও শান্তির জোছনা কুড়াই দুঃখ দামে বেচে।
সেই যে কবে তোমার হাতে সপেছিলাম প্রাণ,
নির্ভরতায় আজো মনে ছড়ায় পুষ্প ঘ্রাণ!


০৮/০৫/২০২৩ ইং


বিঃ দ্রঃ নানা ব্যস্ততায় লেখাটা পোস্ট করতে দেরি হয়েছে। আমাদের বিবাহ বার্ষিকী ছিল ৮ মে।