সেই ছেলেটি এখনো আসে
আনমনে হেঁটে যায় মেঠো পথ দিয়ে
সবুজ গালিচা পাতা ফসলের মাঠ
কৈশোর উত্তীর্ণ যুবা শ্যামা ধান খেত
নরম আলোয় ভরা সোনালি বিকেল
এখানে ওখানে ঘাস ফড়িঙের নাচ
"হুক্কা হুয়া"- দূর থেকে ভেসে আসা শেয়ালের হাক
সব কিছু আগের মতন--


নেই সেই জোছনার ঢল
হরিণ চপল আঁখি, পল্লীর নিঃশঙ্ক বালা
"কে গো তুমি? কোন বা গাঁয়ের লোক?" বলেছিল হেসে
গোধূলির লাল রঙ লেগেছিল ঠোঁটে
বাতাসে হেলান দেয়া এলানো কুন্তল
গোলাপ অধরে নাচা হাসি শতদল
উদোম চরণে ছিল আলতার ছোপ
তারপর কেটে গেছে কত দিন মাস
ছেলেটি এখনো আসে--
আনমনে হেঁটে যায় মোঠো পথ দিয়ে
মলিন বদন জুড়ে বেদনার মেঘ
চোখের কোণায় নাচে আকাঙ্খার ঢেউ
নিথর আকাশ দেখে, দেখে ফাঁকা মাঠ
ধূসর গোধূলি সন্ধ্যা, বেদনা নিপাট


২২/০৮/২০২৩ ইং