যতই ভাবি ভুলে যাবো তবুও পড়িস মনে,
সকাল-দুপুর-সন্ধ্যা বেলা জ্বালাস ক্ষণে ক্ষণে।
কাজের মাঝে ডুবে থাকি তোকে ভোলার ছলে,
ভোরের সোনা রোদের মতো জাগিস ছলে-বলে।


তোর কারণে সকল কর্ম যায় হয়ে যে ভণ্ডুল,
তোকে ভাবতে গেলেই ঘরে থাকে না যে তণ্ডুল।
যখন-তখন মনের মাঝে দিচ্ছিস কেনো হানা?
তোর মনে যে তালা মারা তা তো আমার জানা।


তুই তো এখন ভালোই আছিস হাওয়ায় মেলে পাখা,
আমার হৃদয় জুড়ে শুধু নিদাঘ রোদের খাঁ খাঁ।
তোর মতো তুই আছিস ভালো জীবন চলার পথে,
স্বপ্নে আমায় কেন ডাকিস তোর ওই হাওয়ার রথে?


তোর হাসিতে বিষের ছোঁয়া জ্বালায় আমার অন্তর,
পরিত্রাণের নেই রে উপায় খাটিয়ে মন্তর-তন্তর।
যতই আমি যাই রে দূরে তুইও থাকিস পিছে,
এবার আমায় দে না মুক্তি চাই না ভুগতে মিছে।


মিথ্যে ভালোবাসার ছোঁয়ায় করলি হৃদয় কয়লা,
স্বার্থ শেষে ছুঁড়ে দিলি যেমন ছোঁড়ে ময়লা।
তোর স্মৃতির ওই অগ্নি জ্বালা আর তো প্রাণে সয়না,
চিরতরে দে না মুক্তি ওরে আমার ময়না।


১৯/০৫/২০২১ ইং