পিছন ফিরে তাকাবার আর সময় কোথায় বল?
সামনে হরেক নিয়ন বাতির রঙ বাহারি ছল।
কালো মানুষ আলোর বানে ধবধবে দুধ সাদা,
লোভের নেশায় সব বোঝে, যে বুঝতো আগে আধা।
মারকাটারি বিজ্ঞাপনে সত্য লুকায় মুখ,
ফরমালিনে যেমন ফলের তরতাজা এক সুখ।
পচা ফলের আধিক্যে হয় সুমিষ্ট ফল নষ্ট,
মন্দ লোকের জঙ্গলে পায় ভালো মানুষ কষ্ট।
বিশ্ব এখন আমাজনের চেয়েও ভয়ংকর,
গ্রাম ও শহর শ্বাপদ পূর্ণ, বইছে হিংসার ঝড়।
নিয়ন আলোর ঝলকানিতে মন গিয়েছে বেঁকে,
দুঃখ বেচে জলের দরে, সুখ কিনেছে ছেঁকে।
কোল ঘেসে বয় দুঃখ নদী, চোখে সুখের নেশা,
ওসব দেখার সময় কোথায়? এড়িয়ে যাওয়াই পেশা।


০৯/১১/২০২৩ ইং