জীবনের এই বিকেল বেলায় গাইছি শেষের গান,
হা-হুতাশার চাদর গায়ে কুড়াই অপমান!
বুড়োর খাতায় নাম লিখেছি দিচ্ছে না কেউ দাম,
সাধ ও ইচ্ছে প্রকাশ করলে বলে- বুড়ো ভাম!


পরিবারের সবার সুখ ও স্বপ্ন করতে পূর্ণ,
আপনার সাধ, স্বপ্নগুলো করেছি গম চূর্ণ!
তাদের কাছে এখন আমি মূল্যহীন এক বুড়ো!?
বললে কথা দেয় না পাত্তা বলে- আরে! ধুরো!!


সময় থাকতে নিজের কথা ভাবিনি একচুল,
শেষ বিকেলে ভাবছি বসে ছিল বিশাল ভুল!
সময় নামের পাগলা ঘোড়া বলছে এখন- বাই!
চোখের জলে বর্ষা নামে দেখার তো কেউ নাই!!


যার দয়াতে আসা-যাওয়া, জীবন নামের ফুল,
তার কথা না ভাবায় আজি ফুটছে শুধু হুল!
যাদের জন্য যৌবন জোয়ার ভাটার টানে শেষ,
সেই তারা দেয় অশেষ দুঃখ, লাগছে কী যে বেশ!!


১৪/০৩/২০২৩ ইং