আমাদের ছোট ঘরে করে বাস টুনি,
সারাদিন ঠোঁটে করে নানা কিছু আনে,
জানালায় বসে ভাবি কী যে এর মানে!
একদিন হঠাৎ আমি কিচিমিচি শুনি।
গোটা চারে বাচ্চা তার উঁকি দিয়ে গুনি,
কবে ডিম দিয়েছিল সে-ই শুধু জানে,
প্রতিক্ষণ ডাক শুনি আমি নিজ কানে,
মহা সুখে মা পাখি যে চলে স্বপ্নবুনি।


পাশে গাছে থাকে এক ধড়িবাজ কাক,
সারাদিন ভাবে বসে কী আছে হোথায়!
উঁকি মেরে দেখে যেই বাচ্চা এক ঝাঁক,
সুযোগ পাবার আশে থাকে অপেক্ষায়।
ছানার খাবার খোঁজে টুনি দেয় ফাঁক,
ছানা চুরি করে কাক, টুনি কাঁদে হায়!


০২/০৯/২০২০ ইং।