মনের আন্ধা গলিতে খুঁজছি অবুঝের ভালোবাসা,
বকুলের শাখে শকুনেরা  হাসে বুঝিনা ওদের ভাষা।
রাস্তার পাশে ব্যথারা কাঁদছে হাসিরা হাসিয়া যায়,
দুঃখরা সব উচ্চৈঃস্বরে কেঁদে কেঁদে বলে হায়!


ধূর্ত শিয়াল মিটিমিটি হেসে তরাসে পালিয়ে যায়,
শঠ বেনিয়ার রসভরা বোলে মানুষেরা ধোঁকা খায়,
লেখাপড়া জানা বেশ কিছু লোক বোকাদের ধোঁকা দেয়,
মূর্খরা সব ধোঁকা খেয়ে খেয়ে গোরেতে জায়গা নেয়।


নামিদামি সব মানুষেরা করে গরিবের সাথে খেলা,
আপন স্বার্থে ব্যবহার করে ছুঁড়ে ফেলে করে হেলা।
যারা আশা দেয় তারাই বুকেতে আমূলে বসায় ছুরি,
শ্বাপদের চেয়ে নিষ্ঠুর তারা করে যে পুকুর চুরি।


বাঁদরে বাঁদরে করে বাঁদরামি হাসাহাসি করে সুখে,
অবোধ মানুষ ধোঁকা খেয়ে খেয়ে দিন কাটে খুব দুখে।
আমরা মানুষ সাদাসিধে সব বুঝিনা ওদের চাল,
আমাদের পিঠে হাত দিয়ে ওরা তালে ঠুকে শুধু তাল।


মানুষের মতো হাঁটাহাঁটি করে আসলে মানুষ নয়,
ক্ষমতা ওদের শ্বাপদ করেছে করেনা পশুকে ভয়।
আমরা অবোধ আমাদের ওরা ভাবে সব চুনোপুঁটি
স্বার্থ হাসিলে আমাদের ওরা বানয় দাবার গুটি।


১১/০৮/২০২০ ইং