রাজনীতির ওই খেলোয়াড়গণ অভিনয়ে দক্ষ,
খোলা মাঠে বাগ্মিতায় শক্ত প্রতিপক্ষ।
কারো চেয়ে কেউ ছোট নয় সবাই মস্ত নেতা,
সুযোগ পেলেই বাঁশ দিয়ে দেয় বাধা দেবে কে তা?


মঞ্চে উঠে বুক ফুলিয়ে দিতে পারে হুংকার,
মদের আসর জমিয়ে দিতে সমকক্ষ কে আর?
ঘরের গিন্নি গুমরে কাঁদে একা থেকে বিছানায়,
পরকীয়ায় ব্যস্ত নেতা অন্য কোন ঠিকানায়।


অল্পদিনের রাজনীতিতে কোটি কোটি টাকা আয়,
কমিশনের সাথে ওরা নানা রকম ঘুষও খায়।
স্বাস্থ্য দেখলে মনে হয় যে ওরা সবাই পালোয়ান,
ধমক শুনে ভয়তে কাঁপে ওদের সবার গাড়োয়ান।


নানারকম দুর্নীতিতে ওরা সবাই প্রথম হয়,
টাকার জোরে ওরা পারে পৃথিবীটা করতে জয়।
দুর্নীতিবাজ ওই নেতাদের ধরে যদি পুলিশ,
ওদের অভিনয়ের কাছে সব হয়ে যায় ফুলিস।


খোলা হাওয়ায় থাকার সময় ওরা থাকেন স্বাস্থ্যবান,
আইনের হাতে ধরা খেলেই ওদের কন্ঠে করুণ গান।
তখন দেহে বাসা বাঁধে কত রকম অসুখ যে!
বুকের ব্যথা, মধুমেহ, ধ্বজভঙ্গ রোগও হে!


দক্ষ অভিনয়ের গুণে হয় যে ওরা পগার পার,
অভিনয়ে নায়ক-ভিলেন ওদের কাছে মানে হার।
ভোট দিয়ে সব ওই নেতাদের আমরা বানাই রাজা,
তাই আমাদের রম্ভ দিয়ে খায় সুখে মদ-গাঁজা।


২৩/০৫/২০২১ ইং


রম্ভ- বাঁশ