শিক্ষক বিলায় বিদ্যা ছাত্র-ছাত্রী মাঝে,
অমূল্য জ্ঞানের সুধা কেউ করে পান,
মহিরুহু হয়ে ছোঁয় নীল আসমান।
কেউ বা বিপথে গিয়ে সমাজে বিরাজে।
অজস্র তারার মেলা আকাশের ভাজে,
কেউ করে অপরূপ দীপ্তি শোভা দান,
কেউ বা অদৃশ্য থাকে হয়ে ম্রিয়মাণ!
সবার যোগ্যতা দৃষ্ট আপনার কাজে।


শিক্ষাগুরু সমাজের পবিত্র দর্পণ।
প্রতিশ্রুতিশীল যারা কেড়ে তার আলো,
বিদূরিত করে সব ঘোর অন্ধকার।
আবর্জনা মাঝে করে সৌন্দর্য বর্ধন।
কুলের কলঙ্ক যারা নষ্ট করে ভালো,
সমাজের বুকে ঢালে বেদনা অপার!


০৬/০৯/২০২৩ ইং


বিঃ দ্রঃ গত ০৫/০৯/২০২৩ ইং তারিখে ছিল শিক্ষক দিবস। সব শিক্ষকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।