হে নেতাজি, ফিরে এসো ঝাড়ু হাতে
বিষাক্ত আবর্জনায় ঢাকা পড়েছে রাজনীতির ময়দান
একচোখা অক্টোপাশের সহস্র নাগপাশে আবদ্ধ আমরা
উন্নয়নের শিখণ্ডী সামনে রেখে চলছে মগজ ধোলাই
মিথেন গ্যাসের মতো জ্বলছে সুখ বাতাস
শুধু দূর থেকে দেখা যায়; কিন্তু অস্তিত্বহীন
তোমার দেশপ্রেমের ঝাড়ু দিয়ে করতে হবে সাফ-সুতরো
তোমার সোনার বাংলা এখন নর্দমা
পাঁকে আর এখন ফোটে না পদ্ম
অনায়াসে জন্ম নেয় অগুনতি রক্তচোষা জোঁক
পুরো বাংলা জুড়ে এখন ভাগাড়
আকাশে নির্দ্বিধায় উড়ে বেড়ায় হাজার হাজার শকুন
মরা লাশ নয়; ওরা খোঁজে মৃতপ্রায়---
হে প্রিয় নেতাজি!
দেশপ্রেমের ঝাণ্ডা নিয়ে ফিরে এসো আবার
রাজনীতির দূষিত পাঁকে ফোটাও রক্তিম কমল
ভোটের কুটিল ময়দানে তোমার মূল্য অপরিসীম
তোমার ফটোতে মাল্যদানে ব্যস্ত সবাই
ব্যস্ত সবাই মঞ্চ কাঁপানো বক্তৃতায়
শুধু ভোট প্রাপ্তির আশায়
ক্ষমতার অলিন্দে টিকে থাকার বাসনায়
কিন্তু তোমার বঞ্চিত অধিকার ফেরাতে সম্মত নয় কেউ
তোমার নিরুদ্দেশ কাহিনীর যারা রচয়িতা
তারা ভাগ-বাটোয়ারা করে খেয়েছে মানচিত্র
সৃষ্টি করে গেছে অগণিত ইবলিশ
আর সেই সব অবশিষ্টাংশ ভোগীরা খাচ্ছে--


১৮/০১/২০২২ ইং


আগামীকাল ২৩ জানুয়ারি মহান দেশ প্রেমিক নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মতিথি। জন্মতিথি উপলক্ষে প্রিয় নেতাজি কে জানাই অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলি এবং শত সহস্ত্র প্রণাম।