মুঠোফোনের চেয়ে অনেক খেলা আছে মজার,
সেই কথাটা বলেছিল লক্ষ্মী ছেলে রজার।
দাঁড়িবাঁধা, গোল্লাছুটের মতো কি হয় খেলা?
ছুটে ছুটে ঘাম ছুটে যায় পরিশ্রম হয় মেলা।


মুঠোফোনের দরুণ ভাবছো ওসব খেলায় কষ্ট!
সত্যি, কিন্তু মুঠোফোনে হচ্ছে শরীর নষ্ট।
খাটে কিংবা সোফায় বসে থাকলে ফোনে মত্ত!
বাড়বে দেহের মেদ-ভুঁড়ি আর অসুখ হবে কত্ত!!


ক্রিকেট না হয় ফুটবল খেলো গায়ে শক্তি বাড়বে,
শরীর হবে সবল-সতেজ আলসেমিটা ছাড়বে।
শুধু কি তাই? ওতে নীরোগ হবে তোমার দেহ,
কোন কাজে পাল্লা দিয়ে পারবে না আর কেহ।


মুঠোফোনের নেশায় বিগড়ে যায় তোমাদের বুদ্ধি,
মেজাজ-মর্জি খিটখিটে হয় কে করবে তা শুদ্ধি?
ওই সুন্দরীর অধিক নেশায় মস্তিষ্কে হয় ক্যান্সার,
বিজ্ঞানীদের গবেষণায় এটাই সঠিক আ্যনসার!


আরো জেনো মুঠোফোনে নষ্ট করে দৃষ্টি,
কম বয়সে দৃষ্টি খুইয়ে ঝরবে কান্না বৃ্ষ্টি!
মুঠোফোন খুব দামি যন্ত্র অনেক কাজে লাগে,
পড়া-শুনায় অমূল্য ধন, লোভটা আনো বাগে।


তোমরা যারা শিশু-কিশোর দেশের বিশাল বিত্ত,
তোমরা নষ্ট হলে ব্যথা পায় আমাদের চিত্ত।
তোমরা হবে দিগ্বিজয়ী সূর্য তেজী সুধীর,
তোমরা নষ্ট হ'লে এ দেশ রক্ষা করবে কোন বীর?


০৪/০৮/৩০২৩ ইং


শিশুতোষ ছড়া