চোখ বাঁধা যার লোভের আগুনে
দেখে না সে কোন আলো,
পুষ্প দেখে না, সূর্য দেখে না
আঁধার দেখে সে ভালো।


তমসা ঘিরেছে হৃদয় যাদের
সূর্য সেখানে যায় না,
চেটেপুটে সব খেয়ে তারা বলে
কোন কিছু তারা খায় না।


ওদের হাতেই ক্ষমতা এখন
করে আঁধারের চাষ,
সূর্য নিভিয়ে রেড়ির বাতিতে
সুখে আছে বারো মাস।


যদি কেউ বলে- এ যে ঘোর কলি
হয়তো বা বিধাতার,
নোটিশ ছাড়াই অসময়ে তার
যেতে হবে পরপার।


১৮/০৪/২০২২ ইং