ধান্দাবাজে ভরে গেছে আমাদের দেশ,
অপরের ক্ষতি করে নেই লজ্জা লেশ।
আত্মসুখে আত্মমগ্ন আর কিবা চাই,
দেশ যাক রসাতলে কোন দুঃখ নাই।
হৃদয়, বিবেকে সব আছে দেয়া তালা,
অপকর্মে লাথি খেলা ভাবে এটা মালা।
সুযোগের অপেক্ষায় থাকে সারাক্ষণ,
গরিবের খাদ্য ওরা করে যে ভক্ষণ।


মুখেতে মুখোশ এঁটে চলে দিনরাত,
সদালাপী, সদাহাস্য নেই দুঃখ, তাপ।
যেচে করে উপকার গরিবের দুঃখে,
ভাবে কি মহান উনি আছে যারা ভুখে!
ছল করে সব কেড়ে দেয় সে চম্পট,
সমাজে আছে এমন হাজার লম্পট!!


১৪/১২/২০২০ ইং