লাল আভা ছড়িয়ে পূর্বাকাশে উদিত হয় সূর্য
আবার দিনান্তে ডুবে যেতে যেতে সৃষ্টি করে মোহময়ী গোধূলি
সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে সৌন্দর্য পিপাসুরা ছুটে যায় সমুদ্র সৈকতে
কুয়াকাটা, কক্সবাজারের বেলাভূমিতে
সমুদ্র সৈকতে বসে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেছ কি
দেখতে মায়ের কপালের রক্তিম টিপের মতো
সমুদ্রের বুক চিরে হামাগুড়ি দিয়ে উঠে আসে টুকটুকে নবাগত সূর্য
অপূর্ব লালিমা ছড়িয়ে
আবার দিনান্তে একটু একটু করে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো ডুবে যায় সাগরের অতল গভীরে


সৌন্দর্য পিপাসুরা সাবধান
বন্ধ হয়ে যেতে পারে সমুদ্র তীরের নয়নাভিরাম বালিয়াড়ি
ধর্মান্ধদের দ্বারা নিষিদ্ধ হতে পারে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য
এমন কি সুদৃশ্য রক্তিম টিপ হওয়ার অপরাধে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে স্বয়ং সূর্যও
মানুষের শরীরের রক্ত লাল
বলা যায় না, ধর্মান্ধদের নিশানায় পড়তে পরে তাও
হতে পারে ফতোয়া জারি
শরীরে ঢুকাতে হবে নীল বা কালো রক্ত
অথবা নরখাদক হায়নার রক্ত
কিংবা ভাগাড় সন্ধানী গৃধ্রীর রক্ত
আসলে সমাজে ধর্মান্ধ পশুদের প্রাবল্য
ভালো মানুষ যে নেই তা নয়
কিন্তু ঐক্যবদ্ধতার অভাবে তাঁদের অবস্থা পঙ্গু মানুষের মতো দুর্বল
অসভ্য লোকের প্রাবল্যের জোয়ারে তাঁরা ভেসে যায় খড়-কুটোর মতো


তাই লাল টিপ দেখে ক্ষেপে যায় ধর্মান্ধ নির্বোধ পশু


০৭/০৪/২০২২ ইং