ক্রমাগত আমি ছুঁড়ছি যে ঢিল ওই পাহাড়ের গায়,
পর্বত সে তো অটল অনড় দাঁড়িয়ে রয়েছে ঠায়।
সাদা কালো লাল নানান রঙের ঢিল ছুঁড়ি আমি রোজ,
মিটিমিটি হেসে ওই গিরি বলে ভালো কিছু তুই খোঁজ।


পাহাড়ের গায়ে ঢিল লেগে লেগে কখনো হয় তা গুড়ি,
কখনো ছিটকে গায়ে এসে লাগে তবু আমি ঢিল ছুঁড়ি।
পর্বত বলে মূর্খ বালক এভাবে কি হয় কাজ,
আমাকে হারাতে আরো বড়ো হও সাজো হে নতুন সাজ।


গালাগালি করে ঢিল ছুঁড়ে ছুঁড়ে কেউতো হয়নি বড়ো,
মন্দ কাজের নিন্দে করলেও তারিফ ভালোর করো।
বাল্মিকী মুনি দস্যু ছিলেন তপ করে হন মুনি,
অকর্মা লোক ভালো কাজ করে মাঝে মাঝে হয় গুণি।


মানুষ নিজের চরিত্র দিয়ে পরিমাপ করে সব,
মন্দ মানুষে ভালো মানুষকে শঠ্ বলে করে রব।
চোরে-চোরে তাই মাসতুতো ভাই ভালোর পিছনে লাগে,
নিজের শরীরে কালিঝুলি মেখে কারো নামে তোপ দাগে।


পর্বত বলে নীরবে আমায় ঢিল ছোড়াছুড়ি ছাড়ো,
সংকীর্ণ এ গিরিপথ ছেড়ে হিমালয় হয়ে বাড়ো।
বড়ো হতে হলে কাজ করে যাও বকাবকি ভালো নয়,
অপরের নামে বদনাম করে গরিমা কোরনা ক্ষয়।


১৫/০৮/২০২০ ইং