বসন্ত বিদায় লগ্ন কোকিলের কুহুতান দখিনা পবন করে খেলা,
বিক্ষিপ্ত মেঘেরা ওড়ে, চৈত্রের দারুণ তাপে ভেজে ভেজে ডুবে যায় বেলা।
পড়ন্ত জীবন বাঁকে দুঃখরা আনন্দে মাতে ওপারের ডাক বুঝি এলো,
যা ভেবে ঘুমোতে যাই স্বপ্ন থাকে অধরাই সব হয়ে যায় এলোমেলো।


গোধূলির লাল রঙ হাজার বছর ধরে রয়েছে তো সে আগের মতো,
আমাদের ভাগ্য 'পরে তবে কেন বাজ পড়ে, দুঃখের কণ্টক অবিরত?
প্রতিদিন পথ ধরে কত যে মানুষ ছোটে সুখের নিশান ওড়ে তালে,
আমার জীবনে কেন অমঙ্গল অমানিশা বাতাস পাই না কেন পালে?


গাছে গাছে ফুল ফোটে পাখিরা উদম ওড়ে জোনাকিরা জ্বালে নীল আলো,
আমার চরণে কেন লোহার শিকল বেড়ো হরষে ফুটাও তমা কালো?
অবশ বিবশ দেহ কাজে-কর্মে গতিহীন এভাবে বাঁচার আছে মানে?
হয় প্রভু তুলে নাও নয়তো বা শক্তি দাও জীবন ফোটাও আলো গানে।


এমন বেদনাময় জীবনে কি আসে জয়? নিত্য হারের মিছিল বুকে,
ঝড়ের মাতাম এনে ভরাও জীবন গানে বাঁচতে চাই না ধুঁকে ধুঁকে।


০৫/০৪/২০২৪ ইং