ভালোবাসা আসে নাকো একা, সাথে আনে বিরহের জ্বালা
ক্ষনিকের সুখ দিয়ে বিরহ পিছনে রেখে পাখির পালক হয়ে উড়ে যায় দূরে-- বহুদূরে--
ফাগুন ফোটানো বুকে জ্বলন্ত অনল কাঁদে সুরে
বিরহের নীল রঙ মিশে যায় আকাশের নীলে
সৃজে ঘোর ব্যথার পাহাড়
তবুও মনের কোনে জেগে ওঠে ঘনঘোর বরষার জল ভরা প্রেম


যৌবতী নদীর মতো ভাসায়ে দু-কুল
ভেসে যায় সব স্বপ্ন, দুর্নিবার আশা
তবুও কপোল জুড়ে শ্রাবণের ধারা
হারানো ও প্রেম পেতে হয়ে দিশেহারা
জীবনের শেষাবধি আকুল হৃদয়ে রয় পথ পানে চেয়ে
সে বুঝি আসিবে হেসে ফাগুনের গান গেয়ে গেয়ে


২৫/০৯/২০২৩ ইং


আসরের বরেণ্য বিরহের কবি, সুহৃদ মোঃ আব্দুল লতিফ রিপন এর "অবুঝ হৃদয়" কবিতায় মন্তব্য করতে গিয়ে প্রথম চার চরণ লিখেছিলাম। তার খানিকটা সংশোধন করে এই কবিতা। তাই কবিতাটি তাকেই উৎসর্গ করলাম।