দুর্যোধন সেকালে ছিল
একালেও আছে,
দ্রৌপদীদের নির্যাতনে
বাঁদর নাচা নাচে।


মদের নেশায় মত্ত হয়ে
হেঁচকি তোলে মুখে,
নগ্ন দেহে মগ্ন থেকে
সম্ভ্রম লুটে সুখে।


দ্রোণাচার্য, মহামহিম
ভীষ্ম, কৃপাচার্য,
রাজানুজ্ঞায় নীরব ছিল,
ভয়ঙ্কর অনার্য।


তল্পিবাহক বুদ্ধিজীবী
এ কালেও কম নয়,
রাজ প্রসাদে চলে বলেই
রাজার নাকে দম লয়।


রাজ চেলাদের অপকর্মে
ধৃতরাষ্ট্র সাজে,
অন্যের ভালো কর্মে বাগড়া,
সহায় মন্দ কাজে।


শিক্ষা-দীক্ষায় অগ্রগামী
মানবতায় শূন্য,
পরনারী, বিত্ত ভোগে
অর্জন করে পুণ্য।


সামনে তো নয়; যাচ্ছি আমরা
সবাই পিছন দিকে,
দুর্বৃত্ত সব বানর ছাড়া
সবার জীবন ফিকে।


০৩/০৩/২০২২ ইং