ভালোবাসা আজ হারিয়ে গিয়েছে ধর্মের রোষানলে,
মানুষ নামের মানব-দানব চিৎকার ক'রে বলে,
এ দেশ আমার; নয়তো হিঁদুর, নয়তো অন্য কারো,
বাঁচতে চাইলে মাথা নত করে এ দেশ তোমরা ছাড়ো।


শুনো হে দানব! তোমরাই ছিলে রাজাকার আল-বদর,
পাক-বাহিনীর অন্দরে ছিল তোমাদের খুব কদর।
মুক্তিযুদ্ধে খুন-ধর্ষণ ছিল তোমাদের কাজ,
সেই রাজাকার তোমরাই চাও, হাতে পেতে আজ রাজ!


ও দেশ স্বাধীন করতে হিঁদুরা দিয়েছে বুকের রক্ত,
তাদের রক্তে হোলি খেলে আজ তোমরা দেশের ভক্ত!
হিন্দু বোনের ইজ্জত দিয়ে অর্জিত স্বাধীনতা,
ধর্ষণ করো প্রতিদিন আর চালাও বর্বরতা!


কোথায় লুকিয়ে রয়েছে মুজিব? এসে তুমি দেখে যাও,
ওই বাংলায় রাজা হতে চায় ধর্ষণকারীরাও!
রাষ্ট্রক্ষমতা হাতে পেলে ওরা তুমিও হবে বিলীন,
হয়তো নীরবে পদধ্বনি শুনি আগামীর দুর্দিন।


সংখ্যালঘুরা না হয় মরবে, তারপর পালা কার?
সচেতন সব বুদ্ধিজীবীরা ভেবে দেখো একবার।
ধর্মের নামে হানাহানি করে রাষ্ট্রক্ষমতা পেলে,
আজ যারা হাসো, কালকে হয়তো পচবে তোমরা জেলে।


ও দেশ স্বাধীন করতে হিঁদুর অবদান নয় ফেলনা,
নয় তারা কারো পৈত্রিক দাস, নয় তারা কোন খেলনা।
হিন্দু রক্তে বৃদ্ধি পেয়েছে সবুজের মাঝে লাল,
গদি রক্ষায় পুষে যাও কারা হিংস্র পশুর পাল?


২০/১০/২০২১ ইং