অয়ন ভীষণ দুষ্টু ছেলে
চায়না পড়তে বই,
পড়ার কথা বললে বলে
দাওনা আমায় দই?


অনেক কষ্টে ভুল বুঝিয়ে
যখন দিলাম ডিম,
খাওয়ার শেষে বলে হেসে
দেখব এখন ভীম।


লেখা-পড়ায় মন বসে না
দুষ্টুমিতে বেশি ঝোঁক,
মারামারি করতে তাহার
দেখি আরো বেশি রোখ।


বাড়ির খাবার ভাল্লাগেনা
দোকান পানেই ধায়,
যখন তখন টাকা নিয়ে
খাবার কিনতে যায়।


সিঙ্গারা তার ভীষণ প্রিয়
পরোটাও খায় ভালো,
পড়ার কথা বললে পাজি
দেয়না জ্বালতে আলো।


পটেটো চিপস অতি প্রিয়
একলা একলা খায়,
মনের দুঃখে ছোট বোনটি
করুন ভাবেই চায়।


মিষ্টি মধুর বোনকে দুষ্টু
যখন-তখন মারে,
সেই কারণে বকা দিলেই
রাগ করে যায় কারে।


বেড়াতে গেলে দেখবে যাহা
সব কিছু তার চাই,
চাহিদামত নাহি দিলেই
কোন পরিত্রান নাই।


এমন ভীষণ দুষ্টু ছেলে
নেই যাহাদের ঘরে,
সুখ তাহারা কোথায় পাবে?
দুঃখই কেবল ঝরে।


২১/০৬/২০২০ ইং