বুদ্ধিজীবী বুদ্ধি বেচে
রাজনীতিকের কাছে,
যাদের গাঁটের পয়সা এসে
ওদের গাঁটে নাচে।


প্রভুর স্বার্থ রক্ষা হেতু
বুদ্ধি বেচে তারা,
দেশের ক্ষতি হলেও চলে
ওদের সুখের ধারা।


গরিব লোকের জন্য যদি
ওদের হৃদয় কাঁদে,
আরাম আয়েশ চুলোয় যাবে
পড়বে ওরা ফাঁদে!


রাজনীতিকের পিছে যদি
কখনো বা লাগে,
জেলের ঘানির ভয় দেখিয়ে
আনবে ওদের বাগে।


তার চেয়ে এই বেশ তো আছে
তেলা মাথায় তেল,
দিয়ে গরিব লোকের মাথায়
ভাঙছে শক্ত বেল!!


গরিব মরুক রোগ বালাইয়ে
কিংবা অনাহারে,
রাজনীতিকের চরণ দুখান
রাখুক ওরা ঘাড়ে!!


০২/০৯/২০২৩ ইং