ধর্ম খারাপ বলে যারা
লাফাও ব্যাঙের মত,
স্বার্থের লোভে তারাই করো
অপকর্ম শত।


বলছো মুখে- সবাই সবার
আপনজন ও ভাই,
ধর্ম একটি রুগ্ন শিল্প
সাম্যবাদ তো নাই।


সেই সে তোমরা ধর্ম ছেড়ে
মুখোশ এঁটে মুখে,
গরিব-দুখির ছোঁয়াচ এড়াও
মদ ও নারীর সুখে!


ময়লা পোশাক, কালি-ঝুলির
দেখলে শ্রমজীবী,
নাক সিটকিয়ে পিছু হটো
সেজে পটের বিবি!


তোমাদের এই আচরণে
সাম্যবাদটা কই?
কোথায় আছে শিক্ষার সাঁকো,
স্বর্গে ওঠার মই?


ধর্ম পুস্তক মন্দির-মসজিদ
নয়তো মোটেই ধর্ম,
সুশিক্ষা দেয় ধর্ম পুস্তক
শেখায় সঠিক কর্ম।


ধর্মের নামে কিছু মাতাল
জঙ্গির কাণ্ড দেখে,
ধর্ম খারাপ বলেই সুখে
যাচ্ছ আতর মেখে।


বলছি- তোমরা বাবা-মায়ের
যত্ন কি কেউ নাও?
নাকি ক্ষ্যাপা ষাঁড়ের মতো
ধমক বেচেই খাও?


ধর্ম শেখায় মানবতা
সাম্যবাদী শিক্ষা,
পরের কৃষ্টি তোমরা করো
মহানন্দে ভিক্ষা!


ভোগবাদী দর্শনে তোমরা
ভুলছো নিজের কৃষ্টি,
আত্মস্বার্থে মগ্ন তোমরা
এ কী অনা সৃষ্টি!!


২৫/০৩/২০২৩ ইং