কাতর নয়নে তুমি বারে বারে কেন ফিরে চাও?
তোমার অধর জুড়ে বিমর্ষ বেদনা কেন হাসে?
তবে কি দুর্ভাগ্য নিশি সঙ্গোপনে বাড়িয়েছে ডানা?
কমল নয়নে কেন জল ভরা মেঘ শুধু ভাসে?


প্রথম যেদিন তুমি নয়নে নয়ন রেখেছিলে,
অধরের কোমলাঙ্গে হাসি ছিল মধুময় সুধা,
দখিনা মলয় ছিল বসন্তের ছোঁয়া মাখা ধূপ,
জেগেছিল এই হৃদে অন্তহীন ভালোবাসা ক্ষুধা।


অতঃপর ধূপছায়া হয়ে তুমি সৃজিলে আঁধার,
সময়ের আস্তাবলে হারালো জীবন কিছুকাল।
কবন্ধ অতীত থেকে উঠে এলে বেদনার্ত তুমি,
সুদীর্ঘ পথের বাঁকে লুকিয়েছে জীবন্ত সকাল।


পড়ন্ত সূর্যের মতো জীবনের পড়ন্ত বেলায়,
গোধূলির রূপে এলে সময় যে হারালে হেলায়।


০৭/০৪/২০২৪ ইং