মন্দ মানুষ গন্ধ ছড়ায় সমাজ দেহের গায়ে,
তাদের ভয়ে ভালো মানুষ হয়ে থাকে কাঁটা।
ভালো কর্ম করেও তাঁরা থাকে ভয়ে ভয়ে,
সুবাস ছড়ায় তারাই যাদের আছে বুকের পাটা।


ভয়কে যারা জয় করে পা বাড়ায় সামনের দিকে,
সফলতা তাদের পায়ে লুটিয়ে পড়ে সুরে।
গন্ধযুক্ত মন্দ মানুষ মোসাহেবির ছলে,
চরণতলে বসে বলে- রেখো না আর দূরে।


চোরের মতো সুযোগ খোঁজে কখন কাটবে সিঁধ,
জ্ঞানী মানুষ বুঝতে পারে ছল-চাতুরী তার।
ওদের দিকে দৃষ্টি রেখে ভালো কাজে মন,
না দিলে এ জীবন খানি হবে যে অসার।


ওদের ভয়ে সিঁটিয়ে থাকলে বাড়বে আঁধার ঘোর,
বাড়বে উৎপাত আগাছাদের, বাড়বে যে তস্কর।
নষ্ট যারা সমন্বয়ে করবে সুখের ঘর,
ক্ষোভে শুদ্ধ ভদ্রলোকের কাঁপবে রে অধর!


ওদের চেয়ে আমরা অধিক এসো গড়ি ঐক্য,
অসভ্যদের ঘাড়ে পরাই সংঘবদ্ধের দড়ি।
সংখ্যালঘু ওরা হবে আরো সংখ্যালঘু,
সমাজ জুড়ে সভ্য মানুষ ঘোরাবে রে ছড়ি।


২০/০১/২০২৪ ইং