কারো ভালোবাসা যদি পেতে তুমি চাও,
হৃদয় দিয়ে হৃদয় খানি একটু মেপে নাও।
ভালোবাসা শিশুর খেলনা হাঁড়ি-পাতিল নয়,
একটু রাগারাগি হলেই ক'রবে ভেঙে লয়।


ভালোবাসা বিনিসুতোয় বাঁধা দুটি মন,
দূরে থাকলে যার জন্য মন কাঁদে অনুক্ষণ।
দুশ্চিন্তা হয়, দুর্ভাবনায় জাগে মনে ভয়,
কাছে এলে সুখের আবেশ বিশ্ব করে জয়।


ভালোবাসা ভোরের রবি আঁধার করে দূর,
ঊর্মিমালায় ঢেউ খেলানো বিশাল সমুদ্দুর।
ভালোবাসা কুসুমবাগের শ্রেষ্ঠ রঙিন ফুল,
প্রিয়ার কানে ঝিলিক মারা হীরের গড়া দুল।


ভালোবাসা সরষে ক্ষেতে অলির তুমুল নাচ,
হিমেল ঘরে উথলে ওঠা ফুল-বসন্তের আঁচ।
সন্দেহ আর স্বার্থ যদি ভালোবাসায় রয়,
উষ্ণ প্রস্রবণের ছোঁয়াও লাগে বরফময়।


ভালোবাসায় থাকতে হবে অনন্ত বিশ্বাস,
দুঃখ-আঘাত এলেও সুখে নিতে পারবে শ্বাস।
সত্যিকারের ভালোবাসায় ফাগুন বারোমাস,
বসন্ত দিন আসে-হাসে, দুঃখ করে নাশ।


১৮/০২/২০২২ ইং