শক্তি দাও হে শক্তি দাতা, দাও আমারে ধৈর্য,
দুবেলা চাই দুমুঠো ভাত, চাই না আমি শ্বৈর্য।
আপন জনের চেয়েও আপন অসুখ-বিসুখ ঘরে,
যতই তাদের লাগাম টানি বাড়ছে থরে থরে!
ঔষধের দাম আকাশ ছোঁয়া গাঁটের ত্রাহি রব,
কেউ করে না আমার ব্যথা একটু অনুভব।
হে ভগবান! দাও আমারে সহ্য করার শক্তি,
তোমার প্রতি আস্থা রাখার দাও অবিচল ভক্তি।
কাছের মানুষ মাঝে মাঝে অবুঝ মনে হয়,
দাও না তাদের উপলব্ধি করার  বোধোদয়।
জীবনের এই ঘূর্ণিপাকে না যেন হই অস্থির,‌
সুস্থ ভাবনায় যা করি তা হয় যেন গো স্বস্তির।


২৯/১২/২০২৩ ইং


"শ্বৈর্য" শব্দটি আমি সংসদ বাংলা আভিধানে পাইনি। "অন্ত্যমিল" যথার্থ করতে আমি এই শব্দটিকে "ঐশ্বর্য বা বিত্ত" অর্থে ব্যবহার করেছি। যদি এমন শব্দ বাংলা অভিধানে না থাকে তাহলে এটা হোক "বিত্ত বা ঐশ্বর্য" এর নতুন একটি প্রতিশব্দ।