দু'অক্ষর যেই আমি শিখি লেখাপড়া,
নিজেকেই ভাবি জ্ঞানী আর সবে বোকা।
জ্ঞান গরিমায় আমি সসাগরা ধরা,
তাই নিরক্ষর লোকে দেই শুধু ধোঁকা।


আদি যুগে ব্রাহ্মণেরা সুনিপুণ চালে,
ঠকিয়েছে নিরক্ষর, গরিব, দুর্বল।
এখনো ফেরেনি সুখ গরিবের ভালে,
নিত্য নব আবিষ্কার ঠকানো কৌশল।


অনাহারী গরিবের দুর্বলতা নিয়ে,
ধনী-জ্ঞানী চলে দেখো রশি টানাটানি।
আদিকাল হতে আজো গরিবেরে দিয়ে,
আপন স্বার্থেই ধনী ঘুরায় যে ঘানি।


হীনবল গরিবেরা যদি ক্ষেপে যায়,
ব্রাহ্মণ, পণ্ডিত, ধনী পালাবে কোথায়?


৩১/১০/২০২০ ইং


(শেক্সপিয়রীয় সনেট)