তোমার উপর অভিমানে
                 মন হয়ে যায় ভার,
তুমি ছাড়া মনের কথা
                 বোঝার সাধ্য কার?


সকল কাজে, সবার মাঝে
                 তোমার উপস্থিতি,
তোমায় কাছে পাওয়ার আশে
                 খুঁজে মরি তিথি।


দিন, রাত্রি তোমার সৃষ্টি
                 আকাশ, বাতাস, তারা,
এমনি হাজার সৃষ্টি সুধায়
                 হই যে আত্মহারা।


তবুও তোমায় পাইনা খুঁজে
                 নিত্য নিন্দা করি,
হয়তো তুমি আড়াল থেকে
                 হেসেই মরো হরি।
                          
বুকের মধ্যিখানে তোমার
                 নিত্য আনাগোনা,
হেথায়-হোথায় খুঁজেই মরি
                 মিছেই খুঁজি সোনা।


যা পেয়েছি তাই না খুঁজে
                 খুঁজি তা- যা পাইনি,
যা পেয়েছি তার দিকে তো
                 ফিরে আমি চাইনি।


অহংকার আর অহমিকায়
                 জীবন হলো পার,
ভুলের পিছে ছুটে ছুটে
                 নিত্য হাহাকার।


অথচ এই জীবন জুড়ে
                 তোমার আশীর্বাদ,
না চাওয়াতেই পূরণ করো
                 হাজার রকম সাধ।


হে করুণার সিন্ধু তোমার
                প্রেম পিয়াসি সুধা,
ছড়িয়ে দিয়ে দগ্ধ বুকে
                মিটাও মনের ক্ষুধা।


আপন ইচ্ছায় ফেরাও তুমি
                 আমার মনের মতি,
তবেই আমার হতে পারে
                 হয়তো কোনো গতি।


১০/০৮/২০২১ ইং